আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। স্কোয়াডে ফিরেছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস। আইরিশদের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে।
এই সিরিজ শুরু হবে ২৭ আগস্ট থেকে। এরপর স্কটল্যান্ড সফরে যাবে জিম্বাবুয়েনরা। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিরিজে স্কটিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।
ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন টেলর। অন্যদিকে আরভিন ও উইলিয়ামস টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছিল।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকা ১৫ সদস্যকে আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের বিপক্ষে সফরের জন্য দলে রেখেছে জিম্বাবুয়ের নির্বাচকরা।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলবে জিম্বাবুয়ে। এই লিগে ছয় ম্যাচে মাত্র এক জয় নিয়ে তালিকার সবার নিচে আছে তারা।
জিম্বাবুয়ে স্কোয়াড: রায়ান বার্ল, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, লুক জংওয়ে, টিনাশে কামুনহুকামাভে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, ডোনাল্ড তিরিপানো।
সূত্রঃ স্পোর্টসজোন২৪