বাংলাদেশের হয়ে আর কতোদিন খেলবেন সাকিব? জানালেন নিজেই

ক্রিকেট দুনিয়া August 19, 2021 1,357
বাংলাদেশের হয়ে আর কতোদিন খেলবেন সাকিব? জানালেন নিজেই

পঞ্চপাণ্ডব থেকে বেরিয়ে গেছেন সবার নেতা মাশরাফি বিন মর্তুজা। অবসর না নিলেও নেই বিসিবির ভাবনায়। বাকি ৪ পান্ডবের বয়সও বলছে খুব বেশিদিন হয়ত আর দেখা যাবেন তাদের। কদিন আগেই ৩৪ পার করেছেনে তাদেরই একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভক্তদের আশা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অর্থাৎ অন্তত ৪০ বছর পর্যন্ত যেন দেশকে সেবা দেন তিনি। কিন্তু সাকিব এ ব্যাপারে কি ভাবছেন?


সম্প্রতি এক শীর্ষস্থানীয় জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব জানালেন, ফিটনেস ও পারফরম্যান্স যতদিন থাকবে, ঠিক ততদিন জাতীয় দলের জার্সি গায়ে রাখতে চান তিনি। বয়স ৪০ পেরিয়ে গেলেও খেলতে সমস্যা নেই তার।


সাকিবের ভাষ্য, ‘আসলে সময় নিয়ে বলা কঠিন। ৫ বছর নাকি ১০ বছর খেলতে পারব, এমনটি ভাবি না কখনও। যতদিন ফিট আছি এবং পারফরম্যান্স আছে, ততদিন খেলে যাওয়ার ইচ্ছা আছে। সেটি দেখি কতদিন সম্ভব হয়।’


তিনি আরও বলেন, ‘এ বছর পর্যন্ত সব পরিকল্পনা ঠিক আছে। সামনের বছরের পরিকল্পনা ওই বছরের শুরুতেই করব। এ বছর খুব বেশি খেলা আর নেই। নিষেধাজ্ঞার কারণে আমি অনেক খেলা মিস করেছি। তাই চেষ্টা থাকবে এ বছরটা খুব ভালোভাবে শেষ করার। পরে চিন্তা করে, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে যেটি ভালো হয়, সেটি করা যাবে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪