দুনিয়ার সবচেয়ে মুখ খারাপ ক্রিকেটার কোহলি?

ক্রিকেট দুনিয়া August 19, 2021 761
দুনিয়ার সবচেয়ে মুখ খারাপ ক্রিকেটার কোহলি?

বিরাট কোহলির ব্যাপারে তাঁর অভিজ্ঞতা খুব বাজে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিক কম্পটন সে অভিজ্ঞতা থেকেই বলছেন, ভারতীয় অধিনায়কের মুখ খুব খারাপ। কম্পটনের কাছে কোহলিই দুনিয়ার সবচেয়ে ‘মুখ–খারাপ’ ব্যক্তি।


কোহলি মাঠে যে খুব সুবোধ বালক নন, সেটি সবাই জানে। সবাই এটিও জানে মাঠের কোহলি আর মাঠের বাইরের কোহলির মধ্যে কত তফাত। কিন্তু কম্পটন তাঁর টুইটার মন্তব্যে কোহলিকে বিচার করেছেন মাঠের আচার-ব্যবহার দিয়েই।


কিন্তু সেটি যে পুরোপুরি খেলাকেন্দ্রিক আচরণ, সেটি অবশ্য আলাদা করে বলেননি কম্পটন। তাই সাবেক এ ইংলিশ ক্রিকেটারের কথা শুনলে মনে হবে, কোহলি বুঝি পুরোপুরি এমন ধাঁচের মানুষই।


২০১২ সালে কম্পটন কোহলির স্লেজিংয়ের শিকার হয়েছিলেন, ‘আমি জীবনেও ভুলব না, ২০১২ সালে কোহলি কী অশ্রাব্য ভাষায় আমাকে গালিগালাজ করছিল।


তখন আমার মনে হয়েছিল, এমন গালিগালাজ করে সে নিজেই নিজেকে ছোট করছে। তখন আমার এটিও মনে হয়েছে, কোহলির তুলনায় শচীন টেন্ডুলকার, কেন উইলিয়ামসন কিংবা জো রুটরা কতটা নম্র ও ভদ্র ক্রিকেটার।’


সূত্রঃ প্রথম আলো অনলাইন