টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাক্কায় দ্বিতীয় স্থানে উঠে গেলেন জো রুট

ক্রিকেট দুনিয়া August 18, 2021 736
টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাক্কায় দ্বিতীয় স্থানে উঠে গেলেন জো রুট

আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক ধাক্কায় তিনজনকে সরিয়ে দিয়েছেন জো রুট। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে দারুণ এক সেঞ্চুরির পর তিনি এখন টেস্ট র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর ব্যাটসম্যান। শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের খুব কাছে পৌঁছে গেছেন ইংল্যান্ড অধিনায়ক।


ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের প্রথম টেস্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।


ট্রেন্ট ব্রিজে হওয়া প্রথম টেস্টে সেঞ্চুরির সুবাদে বিরাট কোহলিকে ছাড়িয়ে পাঁচ থেকে চারে উঠেছিলেন রুট। লর্ডসে দলের বিপদে প্রথম ইনিংসে ১৮০ রানের অপরাজিত ইনিংস তাকে এগিয়ে দিয়েছে আরও দুই ধাপ। এবার তিনি টপকে গেছেন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনকে।


ওই ইনিংসের সুবাদে ৪৭ রেটিং পয়েন্ট পাওয়া রুটের মোট রেটিং পয়েন্ট এখন ৮৯৩। এক নম্বর উইলিয়ামসনের থেকে কেবল ৮ পয়েন্ট কম তার। নিউ জিল্যান্ড অধিনায়কের রেটিং পয়েন্ট ৯০১।


প্রথম দিনের কঠিন কন্ডিশন সামলে ১২৯ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া লোকেশ রাহুল এগিয়েছেন ১৯ ধাপ। ২০১৭ সালের নভেম্বরে ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে ওঠা ভারত ওপেনার এখন আছেন ৩৭ নম্বরে।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট