মেসিকে এখন আমরা প্রতিদ্বন্দ্বীই ভাবি : বার্সা সভাপতি

ক্রিকেট দুনিয়া August 18, 2021 836
মেসিকে এখন আমরা প্রতিদ্বন্দ্বীই ভাবি : বার্সা সভাপতি

সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর- মেসি এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপ শিরোপা বাদে ক্যারিয়ারে সব কিছুই বগলদাবা করেছেন তিনি। একটি মাত্র বিশ্বকাপ ট্রফি জিতলেই পেয়ে যাবেন অমরত্বের স্বাদ।


নতুন খবর হচ্ছে, সোমবার ক্লাবের আর্থিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। পুরো সংবাদসম্মেলন জুড়েই ছিল ক্লাবের আর্থিক অবস্থার বিভিন্ন দিক।


তবে, এরই ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসিকে নিয়ে কথা বলতেই হলো লাপোর্তার। লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার এই প্রথম আনুষ্ঠানিকভাবে তাকে নিয়ে কথা বললেন বার্সা সভাপতি।


শুরুতেই লাপোর্তা জানিয়ে দিলেন, মেসি এখন তাদের কাছে অতীত। ভবিষ্যতের দিকে তাকানোই হচ্ছে এখন বার্সার মূল কাজ। ইতিহাসের একটি পাতা যেহেতু উল্টে গেছে, সেহেতু সেদিকে না তাকিয়ে সামনেই তাকাতে চান তারা।


মেসির চলে যাওয়া নিয়ে হুয়ান লাপোর্তা বলেন, ‘আমি মনে করি এ সম্পর্কটা ছিল (মেসি ও বার্সার মধ্যে) খুবই সাফল্যমণ্ডিত। এটা ছিল এমন এক সম্পর্ক, যা বেশ কয়েকবছর স্থায়ী হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই সম্পর্কের অবনতি হয়েছে।’


পিএসজিতে মেসির প্রেজেন্টেশন স্টাইলটা মোটেও মেনে নিতে পারেনি বার্সা। যেটা অকপটে স্বীকার করলেন বার্সা সভাপতি। তিনি বলেন, ‘তার প্রেজেন্টেশনটা আমাদের কাছে খুবই অদ্ভুত লাগলো। বার্সেলোনা সমর্থকদের মতো আমিও চেয়েছিলাম, সে বার্সায় থাকুক। তবে, শেষ পর্যন্ত আমরা একটি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। কারণ, সবকিছুর ওপরে ক্লাব বার্সেলোনা।’


মেসির ভবিষ্যৎ ভালো কামনা করে লাপোর্তা বলেন, ‘আমি তার সর্বোচ্চ ভালো কামনা করি। আমি তাকে সুখি দেখতে চাই। কারণ, এমনটা সে দাবি করে। এখন সম্ভবত আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। আমরা এখন তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীর মতোই আচরণ করবো।’


সূত্রঃ বিডি২৪রিপোর্ট