হাফিজদের হারিয়ে কেপিএল শিরোপা জিতল আফ্রিদিরা

ক্রিকেট দুনিয়া August 18, 2021 1,010
হাফিজদের হারিয়ে কেপিএল শিরোপা জিতল আফ্রিদিরা

প্রথমবারের মতো অনুষ্ঠিত কাশ্মির প্রিমিয়ার লিগের (কেপিএল) প্রথম আসরে শিরোপা জিতেছে শহীদ আফ্রিদির দল রাওয়ালকোট হকস। শ্বাসরুদ্ধকর ফাইনালে মোহাম্মদ হাফিজের মুজাফফরবাদ টাইগারকে ৭ রানে হারিয়েছে আফ্রিদিরা।


মুজাফফরবাদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে শহীদ আফ্রিদির দল। সর্বোচ্চ ২৮ বলে ৫৪ রান করেন কাশিফ আলি। এছাড়াও বিসমিল্লাহ খান করেন ১৯ বলে ৩০ রান। ব্যাট হাতে নামেননি আফ্রিদি।


মুজাফফরবাদের হয়ে ২ টি করে সর্বোচ্চ উইকেপ নেন মোহাম্মদ হাফিজ ও উসামা মির। এছাড়াও ১ টি করে উইকেট নেন আরশাদ ইকবাল ও মোহাম্মদ ওয়াসিম।


জবাবে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে মোজাফফরবাদ টাইগার। ৫৪ রানের ওপেনিং জুটি গড়েন মোহাম্মদ হাফিজ ও জিসান আশরাফ। ২১ বলে ২৯ রান করে হাফিজ ফিরলে ভাঙে জুটি। দলীয় ৮৮ রানে দারুণ ব্যাটিং করা জিসানকে ৪৬ রানে ফিরিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন আফ্রিদি। পরের ওভারেই ফেরান শোয়েব মাকসুদকে।


এরপর একের পর এক দ্রুত উইকেট হারাতে থাকে মুজাফফরবাদ। শেষদিকে মোহাম্মদ ওয়াসিমের ১২ বলে ২২ রানে আবার ঘুরে দাঁড়ায় তারা। কিন্তু শেষ ওভারে জিততে ৬ বলে ১০ রানের প্রয়োজন হলেও নিতে পারেনি হাফিজের দল।


আসিঢ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২ রান নিতে সক্ষম হয় সেই ওভারে। সেটিও আসে প্রথম ও শেষ বলে। এতেই ৭ রানে জয় পায় রাওয়ালকোট হকস। ম্যাচ সেরা হয়েছেন আসিফ আফ্রিদি।


সংক্ষিপ্ত স্কোরঃ

রাওয়ালকোট হকস ১৬৯/৭(২০)

কাশিফ ৫৪, বিসমিল্লাহ ৩০

হাফিজ ২/২৬, মির ২/২৫


মোজাফফরবাদ টাইগার ১৬২/৯(২০)

জিসান ৪৬, হাফিজ ২৯

তালাত ৩/১৮, আসিফ আফ্রিদি ৩/২২।


সূত্রঃ স্পোর্টসজোন২৪