নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কেমন হবে মিরপুরের উইকেট?

ক্রিকেট দুনিয়া August 17, 2021 850
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কেমন হবে মিরপুরের উইকেট?

নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশে। হেরেছে প্রতিটি ম্যাচ। এবার নিজেদের মাটিতে বদলা নেওয়ার পালা টাইগারদের। ২০১৫ সালের পর থেকে ঘরের মাঠে নিজেদের কন্ডিশন কাজে লাগিয়ে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। যেখানে সর্বশেষ বাংলাদেশের কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।


ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেট বানিয়ে বাংলাদেশ বড় সবগুলি দলকেই নিজেদের মাটিতে হারিয়েছে। অস্ট্রেলিয়ার পর এবার বাংলাদেশের পালা নিউজিল্যান্ড। আর এই সুযোগটি হাতছাড়া করতে নারাজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।


কিউইদের হারানোর জন্য বাংলাদেশ একই ছক কাটছে টিম ম্যানেজমেন্ট। জাতীয় নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, নিজেদের শক্তি যেরকম সেরকম পরিকল্পনাই করছে দল, “আমরা স্পিন ফ্রেন্ডলি উইকেটে অভ্যস্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে এভাবেই সাফল্য পেয়েছি। নিউ জিল্যান্ডের বিপক্ষেও এমন পরিকল্পনা করা উচিত। টি-টোয়েন্টি ক্রিকেট মোমেনটামের খেলা”।


“মাত্র ২০ ওভারের ম্যাচ। আপনি ভালো উইকেটে খেললে আপনা আপনি ব্যাটসম্যানরা রান পাবে। আপনি জয়ের আত্মবিশ্বাসে থাকলে যে কোনো উইকেটে বড় রান করা যাবে। আবার বোলিংয়ে আপনার শারীরিক ভাষা অর্ধেক কাজ করে দেবে। বোলাররা নিজেদের সামর্থ্য দেখাতে পারলে যেকোনো কন্ডিশনে গিয়েই সাফল্য পাবে।”


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট