টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা কখন, কোথায়

ক্রিকেট দুনিয়া August 17, 2021 804
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা কখন, কোথায়

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের দলগুলোর নাম আগেই প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার সূচি প্রকাশ করেছে সংস্থাটি।


মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে এক বিবৃতি দিয়ে এই সূচি প্রকাশ করে আইসিসি। দুই রাউন্ডে চারটি গ্রুপে ভাগ হয়ে সংক্ষিপ্ত সংস্করণের জমজমাট এই আসরে লড়বে দলগুলো।


রাউন্ড ওয়ান ও সুপার টুয়েলভে মোট গ্রুপ চারটি। সুপার টুয়েলভে সরাসরি ৮টি দল খেলবে। আর রাউন্ড ওয়ানের গ্রুপ এ ও গ্রুপ বি থেকে চারটি দল সুপার টুয়েলভে যুক্ত হবে।


বিশ্বকাপের সূচনা হবে ওমানে রাউন্ড ওয়ানের খেলা দিয়ে। ১৭ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান-পাপুয়ানিউগিনি। আর দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড-বাংলাদেশ।


একদিন বাদেই ১৯ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এদিন রাত ৮টায় স্বাগতিক ওমানের বিপক্ষে লড়বে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের তৃতীয় ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে। এটি শুরু হবে বিকেল ৪টায়। ২২ অক্টোবর পর্যন্ত চলবে রাউন্ড ওয়ানের খেলা।


সূত্রঃ রাইজিংবিডি