নতুন সময়ে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

ক্রিকেট দুনিয়া August 16, 2021 960
নতুন সময়ে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।


আগামী ২৪ অগাস্ট বাংলাদেশে পা রাখবে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর। পরের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫ ও ৮ তারিখে। শেষ ম্যাচ মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর।


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের টি টোয়েন্টি ম্যাচগুলো শুরু হয়েছিল সন্ধ্যা ৬টা থেকে। তবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সবগুলো ম্যাচই মিরপুরে শুরু হবে বিকেল ৪টা থেকে। জানা গেছে, সন্ধ্যা ৬ টায় খেলা শুরু হলে কিউদের দেশে তখন সময় হবে রাত ১২ টা। এজন্য তাদের ক্রিকেট ভক্তদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।


এ ব্যাপারে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘নিউজিল্যান্ডের সাথে আমাদের সময়ের একটা পার্থক্য আছে। ওদের ভিউয়ারশিপেরও একটা ব্যাপার আছে। আমরা টিম ম্যানেজমেন্টে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আলাপ আলোচনা করেছি। এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত তাতে বিকেল ৪ টায় ম্যাচগুলো শুরু হবে।’


এদিকে, টি-টোয়েন্টির মূল লড়াই শুরুর আগে বিকেএসপিতে ২৯ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। এছাড়াও ১৯ আগস্ট বাংলাদেশে পর্যবেক্ষনে এসে তারপর সফরে আসবে নিউজিল্যান্ড দল। এমনটাই জানিয়েছে বিসিবি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪