নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দল থেকে বাদ পড়ছেন মিঠুন

ক্রিকেট দুনিয়া August 16, 2021 1,296
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দল থেকে বাদ পড়ছেন মিঠুন

সময়টা মোটেও ভালো যাচ্ছে না জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ না পেলেও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোহাম্মদ মিঠুন। ৩ ইনিংসে তিনি করেছেন ১৯, ২ ও ৩০ রান।


তবে এরপরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একাদশে সুযোগ পাননি মোহাম্মদ মিঠুন। সামনেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান।


তবে মোহাম্মদ মিঠুন বাদ পড়লেও জাতীয় দলে ফিরছেন টপ অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই দুই ক্রিকেটার থাকলেও পারিবারিক কারণে মাঝপথে দেশে ফিরতে হয়েছে তাদের।


এরপর আর খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তবে নিজে ল্যান্ড এর বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই দুই ক্রিকেটার থাকছেন এটা নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট