টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তে বিরক্ত বিসিবি

ক্রিকেট দুনিয়া August 16, 2021 1,054
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তে বিরক্ত বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দলগুলোর কাছে খেলোয়াড় ও অফিশিয়ালদের তালিকা চেয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তালিকা পাঠাতে হবে।


আগের মতোই ১৫ জন খেলোয়াড় ও আটজন অফিশিয়ালের নাম চেয়েছে আয়োজকরা। তারা জানিয়েছে, ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে বাড়তি খেলোয়াড় রাখতে গেলে তার খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট বোর্ডকে।


আইসিসির এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আইসিসি যে তালিকা চেয়েছে অবশ্যই আমাদের কাছে তা কম মনে হচ্ছে।


মহামারির কারণে তাদের ব্যাকআপ খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা উচিত ছিল। বাড়তি খেলোয়াড় নিলে নিজ খরচে নিতে হবে। আমরা ঝুঁকি না নিয়ে নিজ খরচে বাড়তি খেলোয়াড় নিয়ে যাব।


টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড পেরিয়ে সুপার ১২-তে জায়গা করে নিতে হবে বাংলাদেশ দলকে। প্রাথমিকপর্বে বি গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। বাছাইপর্বে খেলার আগেই ওমানে একটি প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল।


সূত্রঃ যুগান্তর অনলাইন