ভারতীয় ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দিল লর্ডসের নিরাপত্তাকর্মীরা!

ক্রিকেট দুনিয়া August 15, 2021 1,507
ভারতীয় ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দিল লর্ডসের নিরাপত্তাকর্মীরা!

ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ, লর্ডসে তখন তৃতীয় দিনের ম্যাচ চলছে। মাত্র লাঞ্চ শেষ হয়েছে, এবং ভারতীয় দলের সদস্যরা একে একে মাঠে নামছেন।


হঠাৎই ক্যামেরায় ধরা পড়ল এক অন্য রকম ছবি। লর্ডসের নিরাপত্তা রক্ষীরা তখন দৌড়ে আসছেন, ভারতীয় দলের জার্সি পড়া এক ব্যাক্তিকে মাঠ থেকে বের করে দিচ্ছেন তাঁরা। যা দেখে সকলেই হতবাক।


ধারাভাষ্যকার থেকে মাঠে উপস্থিত সকল দর্শক ও ক্রিকেটাররাও এই ঘটনায় চমকে গেছেন। সকলেই ভাবছেন একি হচ্ছে, মাঠের নিরাপত্তা রক্ষীরা ভারতীয় দলের সদস্যকে মাঠ থেকে বের করে দিচ্ছেন কেন? তবে ক্যামেরা জুম করতে ধরা পড়ল একেবারে অন্যরকম ছবি যা দেখে সকলেই অবাক হয়ে গেছেন।


সমর্থকের জার্সিতে লেখা রয়েছে জারভো নাম। কিন্তু এই নামে তো কোনও ভারতীয় ক্রিকেটার নেই। মুখ দেখেও তো কেউ চিনতে পারছেন না। তারপরেই শুরু হয় জারভো ও নিরাপত্তা রক্ষীদের কথোপকথন।


আসলে ভারতীয় জার্সি গায়ে বিরাট কোহলিদের সঙ্গে তখন মাঠে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত পরিচয়ের এক সমর্থক। যাকে পরে সকলে চিনে ফেলেন। এবং সঙ্গে সঙ্গে তাঁকে মাঠে থেকে বের করে দেওয়া হয়। - স্পোর্টসজোন২৪