বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার লজ্জাজনক হার নিয়ে যা বললেন পন্টিং

ক্রিকেট দুনিয়া August 14, 2021 1,124
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার লজ্জাজনক হার নিয়ে যা বললেন পন্টিং

প্রথমবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েই নাকানিচুবানি খেয়েছে অস্ট্রেলিয়া। মূলত বাংলাদেশের কন্ডিশনে অজিদের দূর্বলতার কারণেই হয়েছে এই ভরাডুবি। টাইগারদের কাছে এমন হারের পর আলোচনা সমালোচনা চলছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে।


এবার এ নিয়ে মুখ খুললেন দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এসইএন রেডিওতে দেয়া সাক্ষাৎকারে অজিদের এমন হারের কারণ, বিশ্বকাপে ভবিষ্যত নিয়ে কথা বলেন এই সাবেক ক্রিকেটার।


বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরে গেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে ৬২ রানে গুটিয়ে গিয়ে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে তারা। মিরপুরের মন্থর ও টার্নিং উইকেটে রান করার পথ খুঁজে পায়নি তাদের ব্যাটিং লাইন আপ।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ও অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, কন্ডিশন সম্পর্কে সম্যক ধারণা না থাকা ও স্কিলের ঘাটতি মিলিয়ে শোচনীয় এই পরাজয় অস্ট্রেলিয়ার।


তার ভাষ্যে, “এই কন্ডিশনে আমাদের জানাশোনার স্বল্পতা এবং স্কিলের ঘাটতি আবারও আমাদের সর্বনাশ ডেকে এনেছে। আমার স্মৃতিতে যতদিন মনে পড়ে, ততদিন ধরেই এটা আসলে অস্ট্রেলিয়ান ক্রিকেটের বড় দুর্বলতা। বেশির ভাগ সময়ই যদিও ভুগতে হয়েছে টেস্টে। শ্রীলঙ্কায় ও ভারতে অবশ্য আমরা সাদা বলের ক্রিকেটে লড়াই করার পথ খুঁজে নিয়েছি কোনোভাবে।”


বাংলাদেশে শীর্ষ ক্রিকেটারদের কয়েকজনকে না পেলেও সেটিকে দায় দিচ্ছেন না পন্টিং। বরং তিনি তুলে ধরলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কাঠানোর দুর্বলতা। “এটা (বাংলাদেশে হার) প্রমাণ করে যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে গভীরতা যতটা থাকা উচিত, তার ধারেকাছে নেই। কাজেই অনেক কাজ করতে হবে।”


তবে বাংলাদেশের বিপক্ষে হারলেও বিশ্বকাপ প্রস্তুতির জন্য আইপিএলকেই আদর্শ মঞ্চ হিসেবে বেছে নিচ্ছেন পন্টিং। বাংলাদেশ সফরে না আসা তারকা ক্রিকেটাররা আইপিএল থেকে সেরা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে ভাল করবেন বলে বিশ্বাস তার। - স্পোর্টসজোন২৪