ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এতে বড় ব্যবধানে সিরিজ জিতেও র্যাঙ্কিংয়ে কোন পরিবর্তন হয়নি টাইগারদের।
রেটিং বাড়লেও আগের অবস্থান ১০ এই আছে মাহমুদউল্লাহর দল। তবে আগামী মাসে শুরু হতে যাওয়া কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একক আধিপত্য দেখালে টাইগাররা ৫ ধাপ এগিয়ে আসবে প্রথমবার সেরা পাঁচে।
বর্তমানে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের রেটিং ২৩৪।
বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারে অর্থাৎ হোয়াইটওয়াশ করতে পারে তাহলে টাইগারদের রেটিং বাড়বে ১৪ পয়েন্ট। অর্থাৎ, বাংলাদেশের রেটিং বেড়ে হবে ২৪৮। ২৪৮ রেটিং পয়েন্ট পেলে বাংলাদেশ উঠে আসবে র্যাংকিংয়ের পঞ্চম স্থানে।
এতে করে বাংলাদেশ পিছনে ফেলবে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, আফগানিস্তান, শ্রীলংকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে। এই মুহূর্তে ২৩৪ রেটিং নিয়ে ৯ নম্বরে আছে ক্যারিবিয়ানরা। তাছাড়া ২৩৫ রেটিং নিয়ে ৮ নম্বরে শ্রীলঙ্কা, ২৩৬ রেটিং নিয়ে ৭ নম্বরে আফগানিস্তান, এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া ২৪০ রেটিং, দক্ষিণ আফ্রিকা ২৪৬ রেটিং, পাকিস্তান ২৬১ রেটিং ও নিউজিল্যান্ড ২৬৩ রেটিং নিয়ে ৩ নম্বরে আছে।
হোয়াইটওয়াশ হলে চারে নেমে যেতে হবে নিউজিল্যান্ডকে। বর্তমানে নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ২৬৩। হোয়াইটওয়াশ হলে রেটিং পয়েন্ট কমে হবে ২৫০। বর্তমানে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে অবস্থান করছে পাকিস্তান, কিউইদের অবনমন হলে যারা তৃতীয় স্থানে উত্থিত হবে।
তবে বাংলাদেশ যদি ৪-১ ব্যবধানেও সিরিজ জেতে তাহলে বাংলাদেশ ৬ নম্বরে থাকবে ২৪৫ রেটিং নিয়ে। এছাড়া ৩-২ এ জিতলেও ২৪১ রেটিং নিয়ে ৬ নম্বরে থাকবে। যদি ৩-২ এ হেরে যায় তাহলে ২৩৮ রেটিং নিয়ে ৭ নম্বরে ও ৪-১ বা ৫-০ তে হারলে যথারীতি ১০ নম্বরেই থাকবে বাংলাদেশ।
উল্লেখ্য, নিউজিল্যান্ড জাতীয় দল বাংলাদেশে পা রাখবে ২৪ আগস্ট। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির।
সূত্রঃ স্পোর্টসজোন২৪