অস্ট্রেলিয়ার অন্যতম সম্ভাবনাময় পেসার ছিলেন শন টেইট, দলটির ২০০৭ এর বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তিনিই। ইঞ্জুরির কারণে ক্যারিয়ার দীর্ঘ হয়নি টেইটের ক্যারিয়ার, মাত্র ৩৫ ওয়ানডে খেলা টেইট পেয়েছেন ৬২ টি উইকেট।
সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট খেলোয়াড়ী জীবনের ইতি ঘটিয়ে সম্প্রতি আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন, তিনি বেছে নিয়েছেন সর্বকালের সেরা ওয়ানডে একাদশ। যেখানে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ভিভ রিচার্ডসের, টেইটের একাদশে জায়গা পেয়েছেন ৩ পেসার ও ১ স্পিনার।
স্পোটসকিডাতে নিজের পছন্দের ওয়ানডে একাদশে ওপেনার হিসেবে রেখেছেন স্বদেশী অ্যাডাম গিলক্রিস্ট ও ভারতীয় বীরেন্দর শেবাগ। দুর্দান্ত ব্যাটিংয়ের সাথে যে কোন মুহুর্তে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতা ওপেনার হিসেবে এই দুজনকে বেছে নিতে বাধ্য করেছেন বলে জানিয়েছেন টেইট।
তিনের জন্য রিকি পন্টিংকে বেছে নিয়েছেন টেইট, চার ও পাঁচে টেইটের পছন্দ শচিন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। সাবেক অজি এই পেসারের একাদশে ভিরাট কোহলির জায়গা হলেও ব্যাট করবেন ছয় নাম্বারে, উইকেটরক্ষক হিসেবে টেইটের পছন্দ ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
টেইটের সর্বকালের সেরা ওয়ানডে একাদশের একমাত্র স্পিনার অস্ট্রেলিয়ান লেগ-স্পিনার শেন ওয়ার্ন, ৩ পেসার হিসেবে টেইট বেছে নিয়েছেন দুই পাকিস্তানি ওয়াসিম আকরাম, শোয়েব আকতার ও অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা।
শন টেইটের সর্বকালের সেরা ওয়ানডে একাদশঃ
অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দর শেবাগ, রিকি পন্টিং, শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ভিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, শোয়েব আকতার ও গ্লেন ম্যাকগ্রা।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি