ভারত-ইংল্যান্ড উভয় দলকে জরিমানা করলো আইসিসি

ক্রিকেট দুনিয়া August 11, 2021 928
ভারত-ইংল্যান্ড উভয় দলকে জরিমানা করলো আইসিসি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর শুরু হয়েছে ইংল্যান্ডে। ঘরের মাঠে সফরকারী ভারতের বিপক্ষে খেলা প্রথম টেস্ট ড্র করেছে ইংলিশদা। তবে প্রথম ম্যাচেই পয়েন্ট কাঁটা গেছে দুই দলের, একইসঙ্গে জরিমানাও গুনতে হচ্ছে তাদের।


গত রবিবার শেষ হয়েছে বৃষ্টিবিঘ্নিত ট্রেন্ট ব্রিজ টেস্টটি। যেখানে আসেনি ফল। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট সিস্টেম মোতাবেক, ড্র করা ম্যাচটিতে দুই দলই পেয়েছিল ৪টি করে পয়েন্ট।


কিন্তু তিনদিন পর দুই দলের খাতা থেকে কেটে নেয়া হয়েছে ২টি করে পয়েন্ট। পাশাপাশি দুই দলের সকল খেলোয়াড়কে করা হয়েছে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা।


ট্রেন্ট ব্রিজে স্লো ওভার রেটের কারণে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। দুই দলই নিজেদের অপরাধ শিকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


মূলত দুই দলই পেসার নির্ভর আক্রমণ সাজানোয় কমেছে ওভার রেট। পুরো ম্যাচে হওয়ার ২৫০.২ ওভারের মধ্যে মাত্র ১৬ ওভার করেছেন স্পিনাররা। যে কারণে সময় বেশি লেগেছে এবং স্লো ওভার রেট ধরেছেন ম্যাচ রেফারি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪