আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব

ক্রিকেট দুনিয়া August 11, 2021 1,186
আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব

চলতি বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জুলাইয়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে মুশফিক জিতেছিলেন এই এ্যাওয়ার্ড।


গত মাসে (জুলাই) জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট, ওয়ানডেতে এক ম্যাচে ৫ উইকেটসহ মোট ৮টি উইকেট পান সাকিব। এছাড়া একটি ওয়ানডেতে রয়েছে ৯৬ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস।


সাকিবের সাথে মনোনয়নের তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। তবে দুজনকে টপকে দর্শক ভোটে সেরা নির্বাচিত হয়েছেন সাকিবই। আর মেয়েদের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন উইন্ডিজ নারী ক্রিকেটার স্টেফিন টেইলর।


অজি অলরাউন্ডার মিচেল মার্শ গত মাসে উইন্ডিজ সফরে পাঁচ টি-টোয়েন্টিতে করেছিলেন ৪৩.৮০ গড়ে ২১৯ রান। ছিল তিনটি হাফসেঞ্চুরি। এছাড়া ৮টি উইকেটও নেন মার্শ।


ক্যারিবীয় লেগস্পিনার হেইডেন ওয়ালশ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টির সব ম্যাচেই নেন উইকেট। ওয়ানডেতে ৭টি ও ১২টি উইকেট নেন টি-টোয়েন্টি সিরিজে।


এদিকে আজই আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে সিরিজ সেরা পুরস্কার জেতার পর আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে টপকে শীর্ষে উঠলেন তিনি। ওয়ানডেতেও শীর্ষেই আছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।


সূত্রঃ স্পোর্টসজোন২৪