নিউজিল্যান্ড সিরিজের জন্য একাই অনুশীলন চালিয়ে যাচ্ছেন মুশফিক

ক্রিকেট দুনিয়া August 11, 2021 825
নিউজিল্যান্ড সিরিজের জন্য একাই অনুশীলন চালিয়ে যাচ্ছেন মুশফিক

অবশেষে মাঠে যোগ দিয়েছেন বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী ঘরের মাঠে তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি মুশফিকুর রহিম।


জিম্বাবুয়ে সফরে টেস্ট খেলার পর বাবা-মায়ের অসুস্থতার খবরে দেশে ফিরে আসেন মুশফিক। বের হতে হয় জৈব সুরক্ষা বলয় থেকে। তাতেই ঘটে বিপত্তি।


সিরিজ শুরুর অন্তত দশ দিন আগে থেকেই বাবলে থাকতে হবে স্বাগতিক দলের সবাইকে। নির্দিষ্ট সময়ের মধ্যে মুশফিক দলের সঙ্গে যোগ দিতে না পারায় খেলতে পারেননি ঐতিহাসিক সিরিজটিতে।


তবে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে না পারলেও নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে মুশফিকুর রহিমকে। যাওয়ার প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন গতকাল থেকেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের পর বর্তমানে ছুটিতে রয়েছে সকল ক্রিকেটাররা।


জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে সবাই ছুটে গেছেন নিজ পরিবারের কাছে। মুশফিকুর রহিম এমন দিনেই ফিরলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে করলেন ব্যাটিং সেশন। শুরু হল তার নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট