বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সেরা ৫ ব্যাটসম্যান যারা

ক্রিকেট দুনিয়া August 10, 2021 1,015
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সেরা ৫ ব্যাটসম্যান যারা

পুরো সিরিজ ছিল লো স্কোরিং। পাঁচ ম্যাচ মিলিয়ে শতরানের বেশি করেছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। ১৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটসম্যান মিচেল মার্শ।


সিরিজের একমাত্র অর্ধশতকও এসেছে তার ব্যাট থেকে। এছাড়া শতরানের বেশি করেছেন বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব এবং সাকিব আল হাসান।


• এক নজরে সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক


১। মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) : ৫ ইনিংসে ৩১.২০ গড়ে ১৫৬ রান।

২। সাকিব আল হাসান (বাংলাদেশ): ৫ ইনিংসে ২২.৮০ গড়ে ১১৪ রান।

৩। আফিফ হোসেন ধ্রুব (বাংলাদেশ): ৫ ইনিংসে ২৭.২৫ গড়ে ১০৯ রান।

৪। মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ): ৫ ইনিংসে ১৮.২০ গড়ে ৯১ রান।

৫। মোহাম্মদ নাঈম (বাংলাদেশ): ৫ ইনিংসে ১৮.২০ গড়ে ৯১ রান।


সূত্রঃ বিডিক্রিকটাইম