বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের নিয়ম এবার চালু হচ্ছে আইপিএলেও

ক্রিকেট দুনিয়া August 10, 2021 1,747
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের নিয়ম এবার চালু হচ্ছে আইপিএলেও

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আবার শুরু হচ্ছে আসছে সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে। তবে আইপিএলের এই দ্বিতীয় অংশটা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।


এদিকে সদ্য শেষ হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে অজিদের দাবিতে চালু করা হয়, ছক্কা হাকানোর পর বল গ্যালারিতে গেলে সেই বল দিয়ে ওই ম্যাচে আর খেলা হবেনা। মানে ওই বল বাতিল করে নতুন বলে খেলা হয়। তবে শুরুতে এই নিয়ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালই হাসি ঠাট্টা করে ভক্ত-সমর্থকরা।


ভারতীয় ক্রিকেট বোর্ড এবার আইপিএলেও পালন করা হবে এই একই নিয়ম। বল গ্যালারিতে গেলে সেই বল আর ম্যাচে ফেরত আসবেনা, বরং জমা হবে বল লাইব্রেরিতে যেনো পরের ম্যাচে স্যানিটাইজ করে খেলানো যায় সেই বল দিয়ে।


অবশ্য, বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পেছনে শক্ত কারন আছে। কারন আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারবেন দর্ধকেরা। তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবেই গ্যালারিতে দর্শকদের সংস্পর্শে যাওয়া বল আর মাঠে ফেরাতে চায়না কতৃপক্ষ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪