আইসিসির সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন সাকিব

ক্রিকেট দুনিয়া August 8, 2021 1,126
আইসিসির সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন সাকিব

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ খেতাবের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় সাকিবকে এই মনোনয়ন দিয়েছে আইসিসি।


রবিবার (৮ আগস্ট) আইসিসি ঘোষণা করে, জুলাইয়ের পারফরম্যান্সে প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ৩ ক্রিকেটার। তারা হলেন- বাংলাদেশের সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।


এছাড়া প্রমীলা ক্রিকেট ক্যাটাগরিতে মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস, পাকিস্তানের ফাতিমা সানা ও ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর।


জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলেছেন সাকিব। তার দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যাঞ্চ বিবেচনায় মনোনয়ন পেয়েছেন মার্শ ও ওয়ালশ জুনিয়র।


তিন ক্রিকেটারের মধ্যে অবশ্য খেতাব জিতবেন যেকোনো একজন। এ নিয়ে দ্বিতীয়বারের মত কোনো বাংলাদেশি ক্রিকেটার আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ খেতাবের জন্য মনোনয়ন পেলেন। - বিডিক্রিকটাইম