পিচের সুবিধা নেয়নি বাংলাদেশ : বিসিবি সভাপতি পাপন

ক্রিকেট দুনিয়া August 7, 2021 778
পিচের সুবিধা নেয়নি বাংলাদেশ : বিসিবি সভাপতি পাপন

দুই ম্যাচ হাতে থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে গেলো বাংলাদেশ, উকি দিচ্ছে হোয়াইট ওয়াশের সম্ভাবনাও। মিরপুরের স্পিন সহায়ক উইকেটে স্পিনারদের চাপ সামলাতে পারছেন না অজিরা এমন কথা বলছেন খোদ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই।


তবে সে কথায় কিছুটা দ্বিমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের। স্পিনিং ট্র্যাক হলেও পেস বোলাররা ভালো করছেন বলে মত বিসিবি সভাপতির। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে কথা বলেছেন তিনি।


নাজমুল হাসান বলেন, “আমার যতদূর মনে পড়ে যে দলটা দেখলাম ওয়েস্ট ইন্ডিজে যে দলটা গিয়েছিল সেই দলটাই আছে। শুধু ফিঞ্চ নেই। ওদের স্পিনার অ্যাগার-জ্যাম্পাও খুবই ভালো। বিশ্বমানের স্পিনার। আরেকটা জিনিস দেখেন আমরা স্পিনিং উইকেট নিয়ে কেন কথা বলছি। উইকেট যদি দেখেন পেসাররাই তো নিচ্ছে।”


“প্রথম ম্যাচ থেকে দেখেন! ওরাই বেশি পাচ্ছে। এখন বলতে পারেন কন্ডিশন আলাদা। ওদের ওইখানে গেলেও আমাদের জন্য আলাদা। হোম গ্রাউন্ডের সুবিধা আমরা পেয়েছি, কিন্তু সত্যি বলতে আমরা ঘরের মাঠের সুবিধা পায়নি। এটা কিন্তু পিচ না, দর্শক। সাপোর্টার, এরাই তো ছিল না। মাঠে ভর্তি সাপোর্টার থাকলে সাহস থাকে মনে, এটা কিন্তু এবার ছিল না।”


বিসিবি সভাপতির মত খুশি সারা বাংলাদেশই। অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জেতাটা খুব সহজ ব্যাপার না মোটেও। সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো বাংলাদেশ। - ডেইলি স্পোর্টস বিডি