দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। আগামী সেপ্টেম্বর-অক্টবরে ৩ ওয়ানডে এ পাঁচ টি-টোয়েন্টি খেলতে বাবর আজমদের দেশে আসবেন কেন উইলিয়ামসনরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সবশেষ ২০০৩ সালে পাকিস্তান সফর করেছিল কিউইরা। এরপর নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনেক সিরিজ খেললেও আর পাকিস্তানের মাটিতে দেখা হয়নি দুদলের।
এতদিন নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে যায়নি ব্ল্যাক ক্যাপস শিবির। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার জেরে দীর্ঘ ছয় বছর পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট।
সেই কঠিন সময়ে পাকিস্তান হোম সিরিজ খেলে সংযুক্ত আরব আমিরাতে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। দেশটি সফর করেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ২৪ আগস্ট আসবে নিউজিল্যান্ড। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১০ সেপ্টেম্বর। এরপরই পাকিস্তানে উড়াল দিবেন কিউরা। ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সফর।
১৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সিরিজে বাকি দুই ওয়ানডে হবে ১৯ ও ২১ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে রাউলাপিন্ডি স্টেডিয়ামে।ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
এরপর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি ৪ টি ম্যাচ হবে যথাক্রমে ২৬, ২৯, সেপ্টেম্বর ও ১, ৩ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪