দেখে নিন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি

ক্রিকেট দুনিয়া August 4, 2021 1,062
দেখে নিন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই মাসেই বাংলাদেশে আসবে কিউইরা। চূড়ান্ত হয়েছে সফরের সূচিও। মাঠের লড়াই দুই দলের শুরু হবে আগামী মাসের শুরুতেই।


আজ বুধবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানায়, নিউজিল্যান্ডের বহর বাংলাদেশে পা রাখবে ২৪ আগস্ট।


মূল লড়াইয়ে নামার আগে সফরকারী দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। এরপর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে।


টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। অস্ট্রেলিয়া সিরিজের মত এই সিরিজের প্রতিটি ম্যাচও হবে দিবারাত্রির।


সূত্রঃ স্পোর্টসজোন২৪