অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া August 4, 2021 749
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয় হারের লজ্জা দিলো বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৫ উইকেটে। আফিফ হোসেন-নুরুল হাসান সোহান জুটি ম্যাচ জিতিয়ে দেয় স্বাগতিকদের। বড় জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।


মিরপুরে বুধবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান জড়ো করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে মাত্র ৬৭ রানে ৫ উইকেটে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে স্বাগতিকদের টেনে তোলেন আফিফ এবং সোহান।


সূত্রঃ এসএনপি স্পোর্টস