এমন কিছুই ঘটবে আগে থেকেই জানত অস্ট্রেলিয়া!

ক্রিকেট দুনিয়া August 4, 2021 1,711
এমন কিছুই ঘটবে আগে থেকেই জানত অস্ট্রেলিয়া!

অস্ট্রেলিয়ার ইনিংসে ১০ম ওভারে আউট হন ম্যাথু ওয়েড। কিন্তু সংবাদ সম্মেলনে এলেন ঘর্মাক্ত শরীর নিয়ে। ২৩ রানে হারের প্রতিক্রিয়া?


বাংলাদেশ সমর্থকেরা এমন ভাবতে পারেন। কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়কের তেমন ভাবনার সুযোগ নেই। ওয়েড জানতেন, বাংলাদেশ সফরে তাদের জন্য এমন কিছুই অপেক্ষা করছে।


মিরপুরে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ২৩ রানে হেরেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচ হারে কিছুটা চাপে পড়ল সফরকারি দল।


বাংলাদেশের কন্ডিশন, স্পিনবান্ধব উইকেট এবং স্পিননির্ভর বোলিং আক্রমণ ওয়েডের কাছে নতুন কিছু নয়। ২০১৭ সালে অস্ট্রেলিয়া দলের সর্বশেষ বাংলাদেশ সফরে এসব ভালোই টের পেয়ে গেছেন ওয়েড।


আজ হারের পর তেমন কথাই বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘আমরা জানতাম, এমন কিছুই অপেক্ষা করছে। বাংলাদেশ অনেক স্পিনার ব্যবহার করবে। আমরা আজ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি।’


সূত্রঃ প্রথম আলো অনলাইন