অস্ট্রেলিয়াকে ১৩২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া August 3, 2021 736
অস্ট্রেলিয়াকে ১৩২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২ রানের মাথায় বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। জশ হ্যাজলউডের বলে কাট করতে গিয়ে বোল্ড হন তিনি।


ওপেনিংয়ে দারুণ শুরু করেছিলেন মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু ইনিংস ৩০ রানের বেশি লম্বা করতে পারেননি। দলীয় ৩৭ রানের মাথায় দুই টিচার এবং দুটি ছক্কা হাঁকিয়ে ৩০ রান করে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন নাঈম শেখ।


সাকিব কে সাথে নিয়ে ভালোই খেলছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ৭৩ রানের মাথায় ২০ রান করে হ্যাজলউডের বলে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন কাজী নুরুল হাসান সোহান। ২ রান করে অ্যান্ড্রু টাই’য়ের শিকার হন তিনি।


বাংলাদেশের হয়ে শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান। তবে দলীয় ১০৪ রানের মাথায় তাকে প্যাভিলিয়নে ফেরেন হ্যাজলউড। ৩৩ বলে তিনটি চার হাঁকিয়ে ৩৬ রান করেন সাকিব আল হাসান।


শেষের দিকে আফিফ হোসেনের ২০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৭ বলে ২৩ রান করেন আফিফ হোসেন। - বাংলাওয়াশ ক্রিকেট