১৮ মাস পিছিয়ে গেল ইংল্যান্ডের বাংলাদেশ সফর

ক্রিকেট দুনিয়া August 3, 2021 727
১৮ মাস পিছিয়ে গেল ইংল্যান্ডের বাংলাদেশ সফর

ইংল্যান্ডের বাংলাদেশ সফর হবার কথা ছিল এ বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে, কিন্তু তা একবারে পিছিয়ে ২০২৩ সালের মার্চে নিয়ে গেল ইংল্যান্ড। মানে প্রায় ১৮ মাস পিছিয়ে গেল ইংলিশদের বাংলাদেশ সফর।


আজ মঙ্গলবার দুপুরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।


গতকাল সোমবার বিকেলে হুট করেই জানা যায়, আগামী মাসের নির্ধারিত বাংলাদেশ সফরটি স্থগিত করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।


যদিও কোন বিষয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪