বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন অজি তারকা পেসার

ক্রিকেট দুনিয়া August 2, 2021 981
বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন অজি তারকা পেসার

আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে সফরকারী অস্ট্রেলিয়া। এমন সময় ইনজুরির কারণে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার রাইলি মেরিডেথ।


সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে আর খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। তাঁর পরিবর্তে মূল স্কোয়াডে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকা নাথান অ্যাালিসকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


উল্লেখ্য, এর আগে ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গিয়েছেন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড।


সূত্রঃ স্পোর্টসজোন২৪