অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া August 2, 2021 991
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করলো বিসিবি

আগামীকাল মঙ্গলবার ৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে এই সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের প্রত্যাশিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


রবিবার (১ আগস্ট) রাতে ঘোষিত এই স্কোয়াডে

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে যারা দেশে ফিরেছেন, তারা সবাই-ই আছেন। যদিও বিষয়টি অবশ্য স্পষ্ট ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণা আসলো।


আগামী ৩ আগস্ট প্রথম টি-টোয়েন্টির পর সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আর প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।


বাংলাদেশের স্কোয়াড:-


মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪