আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার ইসুরু উদানা। শনিবার শ্রীলঙ্কা ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৩ বছর বয়সী এই পেসার।
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে উদানার অভিষেক হয়। ওই টুর্নামেন্টের ফাইনালেও খেলেন তিনি। এরপর ২০১২ সালে তার ওয়ানডে অভিষেক হয়।
এই বিদায় বেলায় উদানা জানান, ‘আমার বিশ্বাস এখন সময় হয়েছে তরুণ প্রজন্মের জন্য পথ তৈরি করে দেওয়ার। এটা অনেক গর্ব ও আবেগের বিষয় যে আমি দেশকে প্রতিনিধিত্ব করেছি, এটা কখনো ভোলার নয়।’
উল্লেখ্য, উদানা শ্রীলঙ্কার হয়ে ২১টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই দুই ফরম্যাটে যথাক্রমে উইকেট নিয়েছেন ১৮ ও ২৭টি। তবে শ্রীলঙ্কার হয়ে কখনো সাদা পোশাকের ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। - স্পোর্টসজোন২৪