দেখে নিন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পূর্নাঙ্গ সময়সূচি

ক্রিকেট দুনিয়া July 28, 2021 1,012
দেখে নিন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পূর্নাঙ্গ সময়সূচি

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী ৩ থেকে ৯ আগস্ট এক সপ্তাহের মধ্যে হবে এই পাঁচটি ম্যাচ, সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।


সূচি অনুযায়ী পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ৩ আগস্ট। আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ৪ আগস্ট। এরপর ৫ আগস্ট বিরতি ৬ আগস্ট তৃতীয় ম্যাচ। শেষ দুই টি-টোয়েন্টি হবে ৭ ও ৯ আগস্ট।


সবগুলো ম্যাচই আয়োজন করা হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ও সবগুলোই দিবারাত্রি। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।


বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি :


৩ আগস্ট – প্রথম টি-টোয়েন্টি

৪ আগস্ট – দ্বিতীয় টি-টোয়েন্টি

৬ আগস্ট – তৃতীয় টি-টোয়েন্টি

৭ আগস্ট – চতুর্থ টি-টোয়েন্টি

৯ আগস্ট – পঞ্চম টি-টোয়েন্টি


(সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪