সকালে ফিরবে টাইগাররা, বিকেলে আসবে অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া July 27, 2021 759
সকালে ফিরবে টাইগাররা, বিকেলে আসবে অস্ট্রেলিয়া

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শেষ করেছে বাংলাদেশ। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী ২৫ তারিখ ম্যাচ শেষ হয়ে গেলেও দেশে ফিরতে পারেনি টাইগাররা। আগে থেকেই টিকিট কাটা থাকায় অতিরিক্ত দুই দিন আফ্রিকার দেশটিতে অবস্থান করতে হলো সাকিব-রিয়াদদের।


তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ তারিখ কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল ৯টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানববন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে তাদের।


একই দিন বিকেলে বাংলাদেশে এসে পৌঁছাবে অস্ট্রেলিয়ানরা। উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে ক্যাঙারুরা। কোভিড আক্রান্ত নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হলেও এ মুহূর্তে সুস্থ আছেন দলের সবাই।


সেখানে দিন দুয়েক কোয়ারেন্টাইনের পর চাটার্ড ফ্লাইটে করে বাংলাদেশে রওয়ানা দেবেন তারা। বাংলাদেশ সময় বিকেল ৪টা নাগাদ ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।


সেখান থেকে ইমিগ্রেশন না করেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যাবে অস্ট্রেলিয়া দল। সেখানে আগে থেকেই কোয়ারেন্টাইনে থাকবেন বাংলাদেশ দলের সদস্য এবং ম্যাচ অফিসিয়ালরা। আগামী ৩ আগস্ট পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।


পরদিন দ্বিতীয় ম্যাচ খেলবে দু’দল। ৫ আগস্ট বিশ্রাম। ৬ ও ৭ আগস্ট তৃতীয় এবং চতুর্থ টি-টোয়েন্টি। আবারও একদিনের বিরতির পর ৯ আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দিবারাত্রির প্রতিটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


সূত্রঃ সময় টিভি অনলাইন