নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

ক্রিকেট দুনিয়া July 26, 2021 724
নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ চলাকালে জৈব সুরক্ষা বলয়ে করোনা শনাক্ত হওয়ায় অজিদের বাংলাদেশ সফর নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে সব শঙ্কার মেঘ কাটিয়ে নির্ধারিত সূচি অনুযায়ীই খেলা মাঠে গড়াতে যাচ্ছে।


ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের সূচি কিছুটা পিছিয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছিল, অজিদের বাংলাদেশ সিরিজও হয়ত পেছাবে। তবে অস্ট্রেলিয়া সিরিজ পেছানোর গুঞ্জন উড়িয়ে দিয়ে নির্ধারিত সময়ে খেলা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।


তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ পেছাবে না। অস্ট্রেলিয়া নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে। যে সূচি চূড়ান্ত হয়েছে সেই সূচি অনুযায়ীই খেলা হবে।’ এদিকে ম্যাচগুলো শুরুর ক্ষণ এখনও ঘোষণা করা না হলেও আকরাম জানিয়েছেন, প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হতে পারে।


বাংলাদেশে এসে ৩ দিন কোয়ারেন্টিনের পর ১ দিন অনুশীলন করে মাঠের লড়াইয়ে নেমে যাবে অজিরা। আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ৫ ম্যাচের সিরিজ ৭ দিনে সম্পূর্ণ করার জন্য মাঝখানে বিরতি আছে মাত্র ২ দিন।


সূত্রঃ বিডিক্রিকটাইম