আইপিএলের নতুন সূচি প্রকাশ করল বিসিসিআই

ক্রিকেট দুনিয়া July 26, 2021 1,061
আইপিএলের নতুন সূচি প্রকাশ করল বিসিসিআই

করোনা মহামারির কারণে মাঝপথে স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। কবে, কখন বাকি ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ নিয়ে বিপাকে পড়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে বাকি অংশ।


ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে ১৯ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। এদিন মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।


নতুন সূচি অনুযায়ী আরব আমিরাতের ৩টি মাঠে অনুষ্ঠিত হবে সব ম্যাচ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১৩টি ম্যাচ। শারজাহ স্টেডিয়ামে হবে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারসহ ১০ ম্যাচ। আবুধাবি স্টেডিয়ামে হবে ৮টি ম্যাচ। এদিকে দিল্লি ও পাঞ্জাব কিংস খেলে ফেলেছে আটটি করে ম্যাচ।


আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে লিগ পর্ব। এরপর দুই দিন বিরতি দিয়ে ১০ অক্টোবর থেকে শুরু হবে প্লে অফ পর্ব। ফাইনাল হবে ১৫ অক্টোবর। - আমাদের সময়