বাংলাদেশকে ১৯৪ রানের কঠিন টার্গেট দিলো জিম্বাবুয়ে

ক্রিকেট দুনিয়া July 25, 2021 600
বাংলাদেশকে ১৯৪ রানের কঠিন টার্গেট দিলো জিম্বাবুয়ে

আরো একবার হতশ্রী বোলিং পারফরম্যান্স দেখালো বাংলাদেশ। সিরিজ জুড়েই মুক্তহস্তে রান খরচ অব্যাহত থাকলো বাংলাদেশ। ফ্লাট উইকেট আর বাংলাদেশি বোলারদের দুর্বলতার সুযোগ নিয়ে নির্দিষ্ট ২০ ওভারে ১৯৩ রানের বিশাল স্কোর দাঁড় করেছে স্বাগতিক জিম্বাবুয়ে।


জিম্বাবুয়ের বিপক্ষে টস ভাগ্য একেবারেই সহায় হচ্ছে না বাংলাদেশের। আরো একবার জিম্বাবুয়ের কাছে টস হেরেছে বাংলাদেশ। শুরু থেকেই এদিন সবকিছু ছিল জিম্বাবুয়ের পক্ষে।


প্রথম ওভার থেকেই বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকে জিম্বাবুয়ে। প্রথম ২৬ বলে দলীয় ৫০ পূরণ করে জিম্বাবুয়ে। ২০১৮ সালের যেটি টি-টোয়েন্টি তাদের ওপেনিং জুটিতে প্রথম ফিফটি পার্টনারশিপ।


তাসকিনের বলে ৫ চার মারা মাধেভেরে এদিন তুলে নিয়েছেন আরো একটি অর্ধশতক। আউট হবার আগে খেলেছেন ৩৬ বলে ৫৪ রানের ইনিংস।


২৭ মারুমানি, চাকাবভা ৪৮, ডিয়ম মেয়ার্স ২৩ এবং রায়ান বার্ল করেন ১৫ বলে ৩১ করেন। সাইফউদ্দিন ৪ ওভারে খরচ করেছেন ৫০ রান। ৩ ওভারে ৩৭ দিয়েছেন নাসুম।তবে দুরন্ত ছিলেন সাকিব এবং শরিফুল। দুজনে মিলে ২৪ এবং ২৭ রান খরচ করে নিয়েছেন একটি করে উইকেট। সোম্য নিয়েছেন ২ উইকেট।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি