অঘোষিত ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া July 25, 2021 1,106
অঘোষিত ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

সিরিজ নির্ধারনী ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যেই এই সিরিজে ১-১ সমতা রয়েছে। অবশেষে ফাইনালে বাংলাদেশের একাদশে আসছে একটি পরিবর্তন। গত ২ টি টোয়েন্টি ম্যাচের একজন বোলার কম নিয়ে খেলেছে বাংলাদেশ।


তাই শেষ টি-টোয়েন্টি ম্যাচে অলরাউন্ডার মেহেদী হাসানের পরিবর্তে একাদশে ফিরছেন স্পিনার নাসুম আহমেদ। আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অভিষেক হয় তার। তবে আজকের ম্যাচের একাদশ ফিরেছেন না ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৪:৩০ মিনিটে।


শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট