পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করলো আফগানিস্তান

ক্রিকেট দুনিয়া July 24, 2021 1,091
পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করলো আফগানিস্তান

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ার্ড সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। আফগানিস্তানের এই হোম সিরিজের জন্য তরুণ্য নির্ভর দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, তাও আবার সিরিজ শুরু এক মাস আগেই!


এই সিরিজের মাধ্যমেই অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু করবেন হাসমতউল্লাহ শহিদি। তার সহ-অধিনায়ক হিসেবে কাজ করবেন রহমত শাহ।


এদিকে দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন সেদিকউল্লাহ আতাল, শহিদউল্লাহ কামাল, আব্দুল রহমান, ফজল হক ফারুকী ও নূর আহমেদ। আর প্রত্যাবর্তন করেছেন করিম জানাত, ইব্রাহিম জাদরান ও ইকরাম আলিখিল।


অন্যদিকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক আসগর আফগান, গুলবাদিন নাইব, জাবেদ আহমাদি, সাইদ সিরজাদ, উসমান গনি, শরাফউদ্দিন আশরাফ ও ইয়ামিন আহমেদজাইকে।


পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসে। সংযুক্ত আরব আমিরাতে। সিরিজের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।


আফগানিস্তান স্কোয়াড:

হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, নাজিব জাদরান, ইকরাম আলিখিল, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, আজমত ওমরজাই, আব্দুল রহমান, নাভীন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, নূর আহমেদ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪