ভারতকে ৩ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া July 24, 2021 642
ভারতকে ৩ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

আগের দুই ওয়ানডেতে জিতে সিরিজ নিশ্চিত হলেও বৃষ্টিবিঘ্নিত শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৩ উইকেটে হেরে গেছে শেখর ধাওয়ানদের ভারত। এই জয়ের ফলে ঘরের মাঠে টানা দশ ম্যাচ পর ভারতের বিপক্ষে জয় পেল লংকানরা


কলম্বোয় এদিন একসাথে পাঁচ ভারতীয় ক্রিকেটারের অভিষেক ঘটায় ভারত দল। নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে ছাড়া একই ম্যাচে পাঁচ ভারতীয়র ওয়ানডে অভিষেক হলো দ্বিতীয়বারের মতো। সঞ্জু স্যামসন, গোতম, চেতন সাকারিয়া, নিতিশ রানা ও রাহুল চাহারের। আগের ঘটনাটা ৪০ বছর পুরনো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৮০ সালে এমসিজিতে এমন ঘটনা ঘটেছিল!


আজ তৃতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করে ৪৭ ওভারের ম্যাচে ৪৩.১ ওভারে ২২৫ রানে অল আউট হয় ভারত। দলের পক্ষে পৃথ্বী শ ৪৯, স্যামসন ৪৬ ও সূর্যকুমার ৪০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে ধনঞ্জয়া ও জয়বিক্রমা ৩টি করে উইকেট নেন।


২২৬ রানের জবাবে ওপেনার অভিষ্কা ফারনেন্ডোর ৭৬ ও রাজাপাকশের ৬৫ রানের উপর ভর করে ৩৯ তম ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। ভারতের পক্ষে রাহুল চাহার ৩ টি ও সাকারিয়া ২টি উইকেট নেন।


এই জয়ের ফলে ২-১ সিরিজ জিতলো ভারত। ম্যান অব দ্যা ম্যাচ আভিষ্কা ফার্নান্দো ও সিরিজ সেরা নির্বাচিত জন সূর্যকুমার যাদব।আগামী ২৫ তারিখ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। - স্পোর্টসজোন২৪