আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না তামিম!

ক্রিকেট দুনিয়া July 20, 2021 1,261
আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না তামিম!

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট নিয়ে খেললেও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তামিম ইকবাল। মঙ্গলবার ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরে আসবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র।


দেশে ফিরে হাঁটুর চোট থেকে সেরে উঠতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৮ থেকে ১০ সপ্তাহের জন্য বিশ্রামে যেতে হবে তামিমকে। এই চোটে নিশ্চিতভাবেই বলা যায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।


মূলত জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই অস্ট্রেলিয়া দল আগামী ২৯ জুলাই বাংলাদেশ সফরে আসবে। এই সময়ের মধ্যে তামিমের চোটের অবস্থা ভালো হওয়ার কোন সুযোগ নেই। সবমিলিয়ে তাই তামিমের খেলার সম্ভাবনা কমই!


তামিম ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরে এলেও থেকে যাবেন রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন। অস্ট্রেলিয়া সিরিজের আগে জৈব সুরক্ষা বলয়ের চিন্তা থেকেই মূলত তাদের দলের সঙ্গে রেখে দিচ্ছে বিসিবি। তবে তামিমের সঙ্গে দেশে ফিরে আসবেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।


সূত্রঃ স্পোর্টসজোন২৪