চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ দলকে একাই টেনে তুলেছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন সাকিব আল হাসান। কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এবার জ্বলে উঠলেন ব্যাট হাতে।
দীর্ঘদিন ধরেই রান খরাই ভুগছিলেন সাকিব আল হাসান। বোলিং টা ঠিকঠাক চললেও ব্যাটিংটা মোটেও ভাল যাচ্ছিল না তার। তবে সব সমালোচনার জবাব দিয়েছেন আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। ৭৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দল যখন ম্যাচ থেকে ছিটকে পড়েছিল তখন সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সাকিব আল হাসান।
একের পর এক যখন সব উইকেট পড়ে যাচ্ছিল তখন অন্য প্রান্ত থেকে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন সাকিব আল হাসান। মোহাম্মদ সাইফুদ্দিন কে সাথে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৬৭ রানের পার্টনারশিপ গড়েন সাকিব। যেখানে সাকিব অপরাজিত থাকেন ৯৬ রান করে। তাইতো ম্যাচ শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি।
ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন, এদিন রান করার বিকল্প ছিল না তাঁর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, “আজ এমন একটা দিন যেখানে আমাকে রান করতেই হতো।
এটি একেবারে সহজ ছিল না। তবে সাইফুদ্দিনকে কৃতিত্ব দিতেই হবে। সে দারুণ দক্ষতা দেখিয়েছে। আজকের ওইকেট প্রথম ওয়ানডের থেকে অনেক ধীর গতি ছিল যা ব্যাটসম্যানদের জন্য রান করার জন্য সহজ ছিল না। - বাংলাওয়াশ ক্রিকেট