তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আবারো জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে। ইতিমধ্যেই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৫৫ রানের ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ।
এদিকে আজকের ম্যাচের একাদশে আসতে পারে পরিবর্তন। স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানের। প্রস্তুতি ম্যাচে প্রথম ওভার বোলিং করতে গিয়ে মাত্র ৫ বল করেই পেশিতে টান ধরায় মাঠ ছাড়েন কাটার মাস্টার। আগামীকাল মুস্তাফিজের খেলা নিয়ে বাংলাদেশ দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন,
“ভাবা হচ্ছে মোস্তাফিজও হয়ত খেলতে পারবেন। তারপরও তার খেলার আগে আজ বিকেলে মোস্তাফিজের ফিটনেসটা খুঁটিয়ে দেখা হবে। লিটনের আরও একদফা ফিটনেস পরীক্ষা দিতে হবে। সেখানে উৎরে গেলেই হয়ত ১৮ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলবে মোস্তাফিজ।’
মোস্তাফিজুর রহমান একাদশে সুযোগ পেলে সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন তরুণ ফাস্ট বোলার শরিফুল ইসলাম। যদিও প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। তবে মুস্তাফিজ একাদশে না থাকলে দ্বিতীয় ম্যাচে কোন পরিবর্তন আসছে না এটা এক প্রকার নিশ্চিত। তবে বিবেচনায় আছেন কাজী নুরুল হাসান সোহান ও। মোসাদ্দেক হোসেন-এর পরিবর্তে একাদশে দেখা যেতে পারে তাকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত /কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ও শরিফুল ইসলাম/মুস্তাফিজুর রহমান।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট