ইংল্যান্ড সফরে গিয়ে করোনায় আক্রান্ত রিশাভ পান্ট

ক্রিকেট দুনিয়া July 15, 2021 492
ইংল্যান্ড সফরে গিয়ে করোনায় আক্রান্ত রিশাভ পান্ট

ইংল্যান্ড সফরে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ট। আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


বৃহস্পতিবার সকালে বিসিসিআই জানায়, ইংল্যান্ড সফরে থাকা ২৩ সদস্যের ভারতীয় দলের ২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের করোনা রিপোর্ট এরই মধ্যে নেগেটিভ এসেছে।


অপরজনের করোনা পরীক্ষা হবে আগামী ১৮ জুলাই। সেই অপরজনই পান্ট। করোনায় আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে ডারহাম যাবেন না তিনি।


বর্তমানে ইংল্যান্ডে সেভাবে করোনা বিধি মানা হচ্ছে না। কার্যত পুরোপুরি স্বাভাবিক জনজীবনে ফিরেছে ব্রিটেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ভারতীয় দলকেও ছুটি দেওয়া হয়েছিল।


টিম ইন্ডিয়ার সদস্যরা প্রায় ২ সপ্তাহ নিজেদের মতো করে ছুটি কাটিয়েছেন। সে সময় বন্ধুদের সঙ্গে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন পান্ট। ধারনা করা হচ্ছে, সেখানেই এই বিপত্তি ঘটেছে।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ