তাসকিনকে জরিমানা করলো আইসিসি

ক্রিকেট দুনিয়া July 10, 2021 1,325
তাসকিনকে জরিমানা করলো আইসিসি

হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে তাসকিন ও জিম্বাবুয়ের পেসার মুজারাবানির বাকবিতণ্ডা কান্ডে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


আইসসিরি আচরণবিধি লেভেন ওয়ান ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাসকিন আহমেদ ও ব্লেসিং মুজারাবানিকে। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে আইসিসি এই খবর নিশ্চিত করেছে। এছাড়া দুই খেলোয়াড়ের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।


এই দুই পেসার আইসিসির খেলোয়াড় আচরণবিধির ২.১.১২ ধারা ভেঙেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে কোনও খেলোয়াড়, সাপোর্ট পার্সনেল, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কোনও ব্যক্তির সঙ্গে অশোভনীয় অঙ্গভঙ্গি সম্পর্কিত। দুই খেলোয়াড়ই দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন।


উল্লেখ্য, ঘটনা বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলার ৮৫তম ওভারের চতুর্থ বলে মুজারাবানি একটি বাউন্সার ছোড়ার পর তাসকিন তা ছেড়ে দিয়ে নাচের মতো ভঙ্গি করেন। তাতে তেড়ে যান জিম্বাবুয়ান পেসার। তাসকিন হেলমেট তার মুখে লাগিয়ে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪