পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া July 3, 2021 1,297
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো ইংল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দল নিয়েই পাকিস্তানের বিপক্ষেও খেলবে ইংলিশরা। অপরিবর্তিত রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (বিসিবি)।


এই সিরিজের দলেও থাকছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন সাসেক্সের পেসার জর্জ গার্টন। অন্যদিকে ইনজুরি কাটিয়ে কাউন্টিতে খেললেও দলে জায়গা হয়নি অলরাউন্ডার বেন স্টোকসের। ইনজুরির কারণে নেই ওলি স্টোন ও পেসার জোফরা আর্চার।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্ট্রেচ ফ্র্যাকচারের কারণে শুধুমাত্র সিরিজ থেকে নয়, পুরো গ্রীষ্ম মৌসুমই তাকে মাঠের বাইরে থাকতে হবে। ওই টেস্টে ৯৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন স্টোন।স্টোনের ইনজুরিতে সুযোগ হলো গার্টনের।


১৯ বছর বয়স থেকেই তিনি ইংল্যান্ড লায়ন্সের সাদা বলের পরিকল্পনায় ছিলেন।২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজের প্রথম টেস্টের দলে বিকল্প হিসেবেও ছিলেন এই পেসার। কিন্তু অভিষেক হয়নি তার। ২০১৮ সালে ইনজুরির কারণে পুরো গ্রীষ্ম মৌসুম খেলতে পারেননি তিনি।


তবে শেষ দুটি টি-টুয়েন্টি ব্লাস্টের মৌসুমে ১৩.৫৪ গড়ে ২২ উইকেট নেন গার্টন। এমন পারফরমেন্সের সুবাদে দলে সুযোগ হলো ২৪ বছর বয়সী গার্টনের। লিস্ট এ ক্রিকেটে ২৪ ম্যাচে ২৯ উইকেট রয়েছে গার্টনের।


আগামী ৮ জুলাই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। এরপর যথাক্রমে ১০ ও ১৩ জুলাই হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।


ইংল্যান্ড দল : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডসন, জর্জ গার্টন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।


সূত্রঃ স্পোর্টসজোন২৪