পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩ জুলাই জিম্বাবুয়ে পৌঁছাবেন সাকিব

ক্রিকেট দুনিয়া June 28, 2021 893
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩ জুলাই জিম্বাবুয়ে পৌঁছাবেন সাকিব

দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার ভোরে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (২৯ জুন) কাতার এয়ার লাইন্সের ফ্লাইটে ভোর ৪টা ২৫ মিনিটে রওনা দেবেন তামিম-মুশফিকরা।


দোহায় প্রায় তিন ঘণ্টার ট্রানজিট শেষে সরাসরি ফ্লাইটে জিম্বাবুয়ের হারারেতে পৌঁছাবে দল। এই সময়ে মাঝপথে তাদের দলের সাথে যোগ দেবেন নবনিযুক্ত ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ও স্পিন কোচ রঙ্গনা হেরাথ। তবে ঢাকা থেকে দলের সাথে যাচ্ছেন না সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের মাঝপথে ছুটি নিয়ে পরিবারের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব।


সেখান থেকে আগামী ৩ জুলাই জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে পৌঁছে একদিন কোয়ারেন্টাইন-এ থাকতে হবে ক্রিকেটারদের। এরপর ৩ এবং ৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ৭ জুলাই।


এরপর দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ জুলাই। টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে। একমাত্র টেস্ট ম্যাচের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।


১৬, ১৮ এবং ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে দুপুর ১:৩০ মিনিটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে দুই দল। ২৩ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি। শেষ দুটি ম্যাচ ২৫ ও ২৭ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৪:৩০ মিনিটে।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট