ডিপিএলে সেরা ক্রিকেটারসহ কে কত টাকা পেলো দেখে নিন

ক্রিকেট দুনিয়া June 27, 2021 1,153
ডিপিএলে সেরা ক্রিকেটারসহ কে কত টাকা পেলো দেখে নিন

প্রায় ১ মাসের মাঠের লড়াই শেষে গতকাল পর্দা নেমেছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের, করোনা মহামারির কারণে জৈব সুরক্ষা বলয়ে টি-টোয়েন্টি ফর্মেটে ডিপিএল মাঠে গড়িয়েছে।


রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ ও সুপার লিগ পর্বের খেলা শেষে ২৪ পয়েন্ট নিয়ে টানা তৃতীয় বার ও রেকর্ড ২১তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড, ১ ম্যাচ কম জেতা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হাতে উঠেছে রানার্সআপ ট্রফি।


ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড পুরস্কার হিসেবে পেয়েছেন ১২ লাখ টাকা, রানার্সআপ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হাতে উঠেছে ১০ লাখ টাকার চেক। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নুরুল হাসান সোহান দেড় লাখ, সর্বোচ্চ রান সংগ্রাহক মিজানুর রহমান ১ লাখ ও সেরা উইকেট শিকারী মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন ১ লাখ করে টাকা।


পুরস্কারপ্রাপ্তদের তালিকাঃ

চ্যাম্পিয়ন – ১২ লাখ টাকা (আবাহনী লিমিটেড)

রানার্সআপ – ১০ লাখ টাকা (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব)

ম্যান অব দ্যা টুর্নামেন্ট – ১.৫০ লাখ টাকা (নুরুল হাসান সোহান)

টুর্নামেন্টের সেরা ব্যাটার – ১ লাখ টাকা (মিজানুর রহমান)

টুর্নামেন্টের সেরা বোলার – ১ লাখ টাকা (মোহাম্মদ সাইফুদ্দিন)।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি