দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের বাইরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে ছিলেন তিনি। তবে হঠাৎ করেই আজ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ টেস্ট স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্তি করা হয়েছে।
১৬ মাস পর কেনই বা আবার বাংলাদেশ টেস্ট দলে সুযোগ পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ এমন প্রশ্ন জেগেছে অনেকের মনেই। তবে মাহমুদুল্লাহ রিয়াদের টেস্টের দলে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কিছু না জানালেও এই ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।
তিনি জানিয়েছেন মূলত মুশফিক এবং তামিমের ইনজুরির কারণে টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলাকালীন সময়ে ইনজুরিতে পড়েন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
যদিও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন এই দুই ক্রিকেটার তবুও তাদের এই দুইজনের বিকল্প হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে স্কোয়াডে রাখা হয়েছে বলে জানিয়েছেন আকরাম খান।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সাংবাদিকদের জানিয়েছেন, ‘তামিম ও মুশফিকের চোট আছে। আমরা ৮০ ভাগ নিশ্চিত ওরা খেলবে।
তবে আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না। তাই মাহমুদউল্লাহকে টেস্ট দলে রাখা। গতকাল নির্বাচক ও ক্রিকেট পরিচালনা বিভাগের বৈঠক হয়েছে। সেখানে এ ব্যাপারে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়”।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট