প্রথমবারের মতো পিএসএলের শিরোপা জিতলো মুলতান

ক্রিকেট দুনিয়া June 25, 2021 945
প্রথমবারের মতো পিএসএলের শিরোপা জিতলো মুলতান

প্রথম অধিনায়কত্বেই বাজিমাত করলেন রিজওয়ান। পাকিস্তান সুপার লিগে ষষ্ঠ আসরে শিরোপা জিতলে তার দল মুলতান সুলতান। প্রথমবার ফাইনালে উঠেই পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে প্রথমবারেই শিরোপা জিতল তারা। অন্যদিকে টানা তিন আসরের ফাইনালে হারল ২০১৭ এর চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি।


আবু ধাবিতে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রানের বিশাল পাহাড় গড়ে মুলতান সুলতানস। জবাবে ৯ উইকেটে ১৫৯ রান তুলতে সক্ষম হয় পেশোয়ার।


রান তাড়া করতে নেমে একদিকে শুরুটা দারুণ করেন কামরান আকমাল। জাজাইকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন। মাত্র ৬ রান করে ফেরেন পেশোয়ারকে ফাইনালে নিয়ে আসা যাজাই। ওয়ান ডাউনে নেমে ১৩ বলে মাত্র ৫ রান করে ফেরেন জোনাথান ওয়েলস। কিছুক্ষণ বাদে ২৮ বলে ৩৬ রান করে ফেরেন আকমলও।


এরপর চেষ্টা করেন শোয়েব মালিক ও রভমেন পাওয়েল। ১৭ রানে জীবন পেয়েও খুব বেশি দুর যেতে পারেননি মালিক। ২৮ বলে ৪৮ রান করে ফিরতে হয় তাকে। তার আগেই ফেরেন পাওয়েলও। এরপর এক ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচ পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেন ইমরান তাহির। শেষ পর্যন্ত ১৫৯ রানে থামে পেশোয়ারের ইনিংস।


এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মুলতানকে দারুণ সূচনা এনে দেন রিজওয়ান ও শান মাসুদ। ৬৮ রানের জুটির পর ২৯ বলে ৩৭ রান করে ফেরেন মাসুদ। দলীয় ৮৩ রানে ৩০ রান করে ফেরেন রিজওয়ানও। তবে ঝড় তোলেন রাইলি রুশো ও শোয়েব মাকসুদ। ২১ বলে ৫০ রানের ইনিংস খেলে রুশো ফিরলেও ৩৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংসে দলকে বড় পুঁজি এনে দিয়ে অপরাজিত থাকেন মাকসুদ।


সংক্ষিপ্ত স্কোরঃ

মুলতান সুলতানস ২০৬/৪(২০)

মাকসুদ ৬৫*, রুশো ৫০

গুল ২/২৬, ইমরান ২/৪৭


পেশোয়ার জালমি ১৫৯/৯(২০)

মালিক ৪৮, কামরান ৩৬

তাহির ৩/৩৩, ইমরান খান ২/২৭


ফলাফল: মুলতান ৪৭ রানে জয়ী।


সূত্রঃ স্পোর্টসজোন২৪