গতকাল (বুধবার) ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ডের খেলা চলাকালীন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অলরাউন্ডার ইলিয়াস সানীর দিকে ইট ছুড়ে মারার অভিযোগ ওঠে লিজেন্ড অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির রহমানের বিপক্ষে। এনিয়ে সিসিডিএম বরাবর লিখিত অভিযোগ জানায় শেখ জামাল। সেই অভিযোগের শুনানি শেষ হয়েছে। আজই পাওয়া যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।
তার আগে বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সাব্বিরের অপরাধের প্রমাণ দিতে পারেনি শেখ জামাল। এতে খুব বড় শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না সাব্বিরকে। একই সঙ্গে মাঠে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় শেখ জামাল ক্রিকেটার ইলিয়াস সানীকেও শাস্তির মুখোমুখি হতে হচ্ছে।
ক্রিকেট বোর্ডের সেই কর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘এই ঘটনার শুনানি আগামীকালই শেষ হয়েছে। দুই পক্ষের কথায় শুনেছি আমরা। সেখানে শেখ জামাল নির্দিষ্ট করে প্রমাণ দিতে পারেনি সাব্বিরই ঘটনাটি ঘটিয়েছে। সঙ্গে শেখ জামালের ক্রিকেটার সানীও কিন্তু খেলা চলাকালীন বাইরের একজনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছে। এজন্য শেখ জামালকেও শাস্তির মুখোমুখি হতে হচ্ছে।’
তবে আভাস পাওয়া গেছে খুব বড় কোনও সাজা হচ্ছে না দুপক্ষের কারো। আজই সিসিডিএম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিবে, তাদের শাস্তির ধরণ। - ঢাকা পোস্ট